মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

কক্সবাজারে গ্যাস ডিলাররা সরকারকৃত দামে দিতে পারছেন না কেন?

সিসিএন অনলাইন ডেস্কঃ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বেড়েছে। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসে ভোক্তাদেরকে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৮৪ টাকায় কিনতে হবে।

রোববার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে আগস্টে এলপি গ্যাসের দাম ছিল ১১৪০ টাকা। জুন মাসের তুলনায় আগস্টে ১৪১ টাকা বেশি দরে এই গ্যাস বিক্রি হয়েছে। জুনে বিক্রি হয়েছিল ৯৯৯ টাকায়।

আগস্টের আগে কয়েক মাস গ্যাসের দাম কম ছিল। দুদফা বাড়ায় এখন চড়া দামে গ্যাস কিনতে হবে ভোক্তাদের।

গত মাসে ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১৪০ টাকা। তবে কক্সবাজারে গ্রাহকদের অভিযোগ তারা ১ হাজার ৪০০ টাকার কমে গ্যাস সিলিন্ডার কিনতে পারেননি।

বিক্রেতেরা বলছেন, এই ১৪০০ টাকা গ্যাস বিক্রিতেও তাদের পর্যাপ্ত পরিমাণের মুনাফা হচ্ছেনা কারণ তাদের পাইকারী ডিলারদের কাছ থেকে গ্যাস কিনতে গুণতে হয় ১৩৩০, ৪০ আবার ১৩৫০ টাকা করেও। একজন বিক্রেতা এটাও বলছেন আমরা যখন এই চড়া দামে কিনছি ডিলারদের কাছ থেকে ক্যাশ মেমো নিয়ে রাখি পরে যদি ভোক্তা অধিকার থেকে আসেন তাদের যাতে জবাবদিহি করতে পারেন।

সাধারণ ক্রেতারা বলছেন, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই দামে কিনতে হচ্ছে তাদের। তাদের একটাই দাবি সরকার থেকেই যদি দাম কমিয়ে দেই তাহলে ডিলাররা একই দামে দিতে পারছে না কেন? এটার সঠিক বাজার মনিটরিং ব্যাবস্থা করা দরকার।

-টিআরযেড

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!