শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

কক্সবাজারে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই গুরুতর আহত

মিশু গুপ্ত :
কক্সবাজার শহরের কলাতলী পারিবারিক কলহের জেরে ছোট ভাই রাজীবের দায়ের কোপে বড় ভাই ইলিয়াছ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১জুলাই) রাত ১০টার দিকে পৌরসভার ১২ নং ওয়ার্ড কলাতলী চন্দ্রীমার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত যুবক কলাতলী চন্দ্রীমার মাঠ এলাকার জাহাঙ্গীর সদাগর এর ছেলে বাবু(১৮)। ঘটনার পর ঘাতক ছোট ভাই পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি অপারেশন শাকিল আহমেদ।

তিনি স্থানীয়দের বরাদে বলেন, পারিবারিক কলহের জেরে দুভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে দা দিয়ে আঘাত করে।
আমরা এখনও ঘটনা স্থলে আছি। ঘাতক ছোট ভাই কে আটকের চেষ্টা চলছে।

গুরুতর আহত ইলিয়াস কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর