প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা ক্রীড়া অফিস আয়োজনে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ও মর্নিং বীচের উদ্যোগে বিজয় দিবস ফুটবল প্রতিযোগিতা-২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।
২৯ নভেম্বর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মর্নিং বীচের প্রধান সমন্বয়কারী জনাব প্রফেসর আরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার জনাব মাইনুদ্দিন মিলকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মর্নিংবীচের অন্যতম পরিচালক, কাউন্সিলর ও প্যানেল মেয়র জনাব হেলাল উদ্দিন কবির ও মর্নিংবীচের সিনিয়র সদস্য জনাব ডঃ শফিকুর রহমান।
উদ্বোধনী খেলায় জনাব আবুল কালাম ও জনাব আবু সাঈদ ভাই-এর নেতৃত্বাধীন সৈকত দল এবং জনাব অমল ধর ও জনাব জাফর আলম ভাই-এর নেতৃত্বাধীন শৈবাল দল মুখোমুখি হয়।

খেলায় চৌকস স্ট্রাইকার তরুণ রাকেশের জোড়া গোলের সুবাদে সৈকত দল শৈবাল দলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
সৈকত দলের রাকেশ তাঁর জোড়া গোলের সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
পহেলা ডিসেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ।