মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

কক্সবাজারে ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক জেলের মৃত্যু

সিসিএন অনলাইন ডেস্কঃ

কক্সবাজার সদরের নুনিয়ারছড়া ফিশারিঘাটে মাছ ধরার ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে আইয়ুব আলী (৫৮) মারা গেছেন। আজ শনিবার ভোর চারটার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আইয়ুব আলী চকরিয়া পৌরসভার মণ্ডলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে ছিলেন।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর নুরুস শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে আইয়ুবের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গতকাল শুক্রবার সকাল আটটার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ১১ জন জেলে দগ্ধ হন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আইয়ুব আলী মারা যান।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!