রবিবার, অক্টোবর ১, ২০২৩

কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণে আরও ৩ জেলের মৃত্যু, এ পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু

সিসিএন অনলাইন ডেস্ক:

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিন জেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাঁরা হলেন, মো. শাহীন (৩৫), রহিম উল্লাহ (৩৮) ও মো. আরমান (২২)। এর মধ্যে মো. শাহীনের বাড়ি ভোলা জেলায়। বাকিরা কক্সবাজারের বাসিন্দা। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। আজ মারা যাওয়া তিনজনের মধ্যে শাহীনের ৬০ শতাংশ আরমানের ৭০ শতাংশ এবং রহিম উল্লাহ ৬৫ শতাংশ পুড়ে যায়।

চমেক বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ বলেন, সকাল সাড়ে সাতটায় প্রথমে শাহীন মারা যান। এরপর সকাল সাড়ে ৯টায় মারা যান রহিম উল্লাহ। দুপুর দেড়টার দিকে মারা যান আরমান। এখন দুজন আইসিইউতে এবং অপর দুজন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

গত শুক্রবার কক্সবাজার ৬ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জন। তাঁরা সবাই জেলে। এ ঘটনায় দগ্ধ ১০ জনকে ওই দিনই চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে আইয়ুব আলী নামের একজন মারা যান। এরপর গতকাল সোমবার ভোরে ওসমান গনি (২০) নামের অপর এক জেলে মারা গেছেন চমেক হাসপাতালে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর