সোমবার, মার্চ ২৪, ২০২৫

কক্সবাজারে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে লবণ ব্যবসায়ী নিহত, আহত ২

মিশু গুপ্ত:
কক্সবাজারের চৌফলদন্ডী ব্রিজ সংলগ্ন এলাকায় লবণ ভর্তি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মনিরুল ইসলাম (৬৫) নামে এক লবণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক নারীসহ আহত হয়েছে সিএনজির আরও দুই যাত্রী।

সোমবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিহতের ছোট ভাই আবুল কাশেম জানান সন্ধ্যায় এই সড়ক দুর্ঘটনা ঘটার পর পর সে ঘটনাস্থলে যায়।পরে সে জানতে পারে ঘটনাস্থলে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামান বলেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত একটি টিম সেখানে পাঠায়। পরে ঘটনাস্থলে মারা যাওয়া মনিরুল ইসলামকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। এছাড়া আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!