নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁও কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুস সাক্তার (৪৫) নামে
এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি)সকাল ৮ টায় ঈদগাঁও ইসলামপুর এলাকায় ঘটনা ঘটে।
নিহত কৃষক ইসলামপুর জুমনগর এলাকর বাসিন্দা আব্দুস সাত্তার।
বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
তিনি বলেন,ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস যাচ্ছিল।নিহত কৃষক ইসলামপুর জুমনগর নগর থেকে কৃষি কাজের উদ্দেশ্যে ইসলামাবাদে যাওয়ার পথে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে।