প্রেস বিজ্ঞপ্তি:
দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য ব্লাড ডোনার’স সোসাইটি’ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার ৫ আগস্ট কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগের স্বেচ্ছাসেবী মিলনমেলা ও স্বেচ্ছাসেবী সংগঠন সংবর্ধনা অনুষ্ঠান।
উক্ত সংগঠনের কক্সবাজার জেলা কমিটর সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ এবং সহ-সভাপতি মেরিনা জান্নাত মেরির সঞ্চালনায় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান, কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মাহবুবুর রহমান, কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর গিয়াস উদ্দীন সরকার, অ্যাডভোকেট আকতারুর রহমান ছিদ্দিকী(ছোটন)
আশরাফুল হাসান রিশাদ,মো. সোহরাব চৌ. জিকু, এলিট মাহমুদ,নিপা,আবুল কাসেম সহ অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য বর্ষসেরা স্বেচ্ছাসেবী, ত্যাগী সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের কাছে কাজের উৎসাহের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং সন্তানদের স্বেচ্ছাসেবী কাজে উৎসাহিত করায় অভিভাবকদেরও সম্মাননা প্রদান করা হয়।