সোমবার, অক্টোবর ২, ২০২৩

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ দশ ‘ছিনতাইকারী’ আটক

সাইদুল ফরহাদ :

কক্সবাজার শহরে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতরা সবাই ছিনতাইকারী বলে দাবি করেছে সংস্থাটি।

সোমবার (২৪জুলাই) মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ছিনতাইকারীরা হলেন – মোঃ খোরশেদ আলম(২০),মোবারক হোসেন(২২),শহিদুল ইসলাম(১৯), ওয়াসিম(২৬), মোহাম্মদ রুবেল প্রকাশ পুতু(২২), মোঃ জাফর আজম(৩৫), মোহাম্মদ রুবেল(৩৭), মোঃ সাবের প্রকাশ সাগর(২৩), শাকিল (২৬), জাকির (৩৪)। তারা সবাই কক্সবাজারের বাসিন্দা বলে জানান সংস্থাটি।

সোমবার বেলা ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ওসি মোহাম্মদ জহির হোসেন পিপিএম(বার)।

তিনি জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে কক্সবাজার পৌর এলাকার একাধিক স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে মূলহোতাসহ ছিনতাইকারী দলের ১০ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি কর্মকর্তা জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা কক্সবাজার সমুদ্র সৈকতসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ক্ষুর-চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর