শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কক্সবাজারে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সিসিএন প্রতিবেদক:

কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকায় নিশাত আহম্মেদ নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনডিপিতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার গফুর সওদাগরের ভাড়াবাসার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্বার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা বলেন, আমরা ৯৯৯ এ সংবাদের ভিত্তিতে একজন নারী আত্মহত্যা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।

এ মৃত্যু কে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তে মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নিশাত আহম্মেদের বাড়ী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, গত একমাস আগে গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের চতুর্থ তলায় একটি বাসা ভাড়া নেন, নিশাত সেখানে একা থাকতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল নিশাত আহম্মেদের। এর জের ধরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন।

এদিকে বাড়ি মালিক বলেন, তার কাছে নিশাতের কোন পরিচয় পত্র বা কোনো ধরনের কাগজ পত্র নেই,নেই ভাড়াটিয়া চুক্তিনামাও।

পুলিশ উদ্ধার করে নিশাত আহম্মেদ এর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!