শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

কক্সবাজারে পাহাড় ধসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু

সিসিএন ডেস্ক : 

কক্সবাজার শহরের বাদশা ঘোনায় পাহাড় ধসে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার ।

শুক্রবার (২১ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করেও সাড়া পাননি। পরে তারা নিজেরাই মাটি কেটে দম্পতিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনার দুই দিন আগে, বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে ২ জন স্থানীয় এবং ৮ জন রোহিঙ্গা ছিলেন।

কক্সবাজারে কয়েকদিন ধরে চলমান ভারি বৃষ্টিপাতের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়াসহ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!