মিজানুর রহমান:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ, দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে মাসব্যাপী দুঃস্থ ও দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে ৩৪ বিজিবি কক্সবাজার।
রবিবার (২৬ মার্চ) বিকেলে ৩৪ বিজিবি ইস্কুল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম উস সাকিব।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালকের দিক নির্দেশনায় কক্সবাজার রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর মাসব্যাপী কর্মসূচি জারি থাকবে।
এসময় উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির, ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল ইসলামসহ বিজিবির উর্ধতন কর্মকর্তারা।
বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।