শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

কক্সবাজারে বেড়াতে এসে পর্যটক নিখোঁজ

মিশু গুপ্ত :
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় মোঃ অনিক (৩২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি নরসিংদী সদরের পূর্ব দত্ত পাড়ার ৫ নং ওয়ার্ডের সাজ্জাদের ছেলে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৩ টার দিকে বন্ধুদের সাথে সমুদ্রে গোসল করতে আসেন কিন্তু সাতাঁর না জানার কারনে পানিতে নামেনি নিখোঁজ মোঃ অনিক।

পরে বন্ধুরা গোসল করে সৈকতে এসে তাকে না পেয়ে মুঠোফোনে বারবার চেষ্টা করেও ব্যর্থ হলে নিখোঁজ বলে সাধারণ ডায়রি করেন টুরিষ্ট পুলিশের কাছে।
তার সাথে আসা মো. রাশেদ ও ড্রাইভার বাদল ভূইঁয়া সাংবাদিকদের এই তথ্য জানান।

এই বিষয়ে টুরিষ্ট পুলিশের উপ-পরিদর্শক ফরমান জানান নিখোঁজের পর সাথে থাকা বন্ধুরা ডায়রি করলে তদন্ত চলছে এবং তথ্য প্রযুত্ সাহায্যে নিখোঁজের অনিকের অবস্থান খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।

নিখোঁজ অনিকসহ সাথে থাকা মোঃ রাশেদ,মোঃ অভি মিয়া, মোঃ রিমন সরকার, বাদল ভূইঁয়া ( ড্রাইভার), মোঃ রুবেল প্রথমে বান্দরবান পরে কক্সবাজার হাইপেরিয়র হোয়াইট প্লেইস হোটেলে রবিবার এসে অবস্থান করেছিলেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর