শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন প্রতিবাদ

সিসিএন ডেস্ক:

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

‘কক্সবাজারের সংক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ’ ব্যানারে শুক্রবার বিকেলে কক্সবাজার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তারা প্রথম আলোর সাংবাদিক শামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি করে ফেস্টুন নিয়ে দাঁড়ান।

ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে এসময় সাংবাদিকরা বলেন, এই আইনকে অবিলম্বে বাতিল করতে হবে৷ এই আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

এতে সাংবাদিকেরা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তি চাই, সাংবাদিকতা অপরাধ নয়, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ, মধ্যরাতে তুলে নেওয়া চলবেনা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাইসহ নানা দাবিসংবলিত ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি তৌফিক লিপু, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ, দেশ টিভির জেলা প্রতিনিধি সৌরভ দেব, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে শামসের মুক্তি ও মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
কর্মসূচিতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!