শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৮

সাইদুল ফরহাদ:

কক্সবাজার সদরে যৌথ বাহিনী অভিযানে অস্ত্রসহ ৮জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে সদরের পিএমখালি ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি অস্ত্র, ৩টি এক নলা বন্দুক, ২টি এলজি, ৩টি পিস্তল ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমো, ৩৯টি কার্তুজ, ৫টি দা, ১টি চেইন, ১টি চাইনিজ কুড়াল ও ২টি কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেফতার হলেন,কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) এবং আব্দুল আজিজ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন,র‍্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)আবুল কালাম চৌধুরী।

তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও তার বাহিনী অবস্থানের খবর পাই আমরা।এই তথ্যের ভিত্তিতে আমরা পিএমখালীর দুইটি দুটি বাড়ি ঘেরাও করে। দীর্ঘ ৫ ঘণ্টা পরিচালিত এ অভিযানে দুইটি ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশি এবং বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসময় ৮জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার ব্যাক্তিরা মূলত,বিগত কয়েক বছর ধরে তাদের নিজ এলাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধ করতো।এছাড়াও তারা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতো।

তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!