সিসিএন প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে হিমেল (২২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। এসময় ভেসে যাওয়া আরো একজন উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ ঢাকা গাজীপুর কালিয়াঘুর এলাকার বাসিন্দা। এসময় এমরান (২০)নামে আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।
তিনি বলেন, বিকেলে দিকে তারা ৪-৫ বন্ধু লাবনী বিচে গোসল করতে আসেন। তারা সবাই সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। তারা গোসল করতে গিয়ে এক পর্যায়ে স্রোতের টানে দুই বন্ধু ভেসে যায়। লাইফ গার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হরেও অপরজনকে খোঁজে পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটকের উদ্ধারের কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে সকাল শাহজাহান নামে আরেক পর্যটক গোসলে নেমে মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার কারন পর্যটদের অসচেতনের কারনে এই ঘটনা ঘটেছে।