শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কক্সবাজারে সমুদ্রে নেমে পর্যটকের মৃত্যু

সিসিএন প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে শাহাজাহান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটক চট্টগ্রামের পাঁচলাইশ শোলকবহর এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র

বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।

তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান মোল্লা মোহাম্মদ শাহিন।

স্বজনদের বরাতে মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, সকালে সৈকতের লাবনী পয়েন্ট পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন। তিনি সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন।

এক পর্যায়ে তিনি স্রোতে ভেসে যায়। কিছুক্ষণ পর তাকে খোঁজাখুঁজি করলে পানিতে ভাসমান আবস্থাতে তার মৃতদেহ পাওয়া যায়। পরে স্বজন ও স্থানীয় লাইফগার্ড কর্মীদের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজাহানকে মৃত ঘোষণা করেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!