সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

কক্সবাজারে হত্যা মামলায় ২ জন যাবজ্জীবন ও ২ জন খালাস

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ হ্নীলার পশ্চিম পানখালী এলাকায় শামসুল আলমকে ছুরির আঘাত করে হত্যার করার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে তাদের দুইজনকে এক লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রোববার (০৬ আগস্ট) দুপুর ১টায় কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের মো: মোশারফ হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফ হ্নীলার পশ্চিম পানখালী এলাকার জাহাঙ্গীর, শামসুল আলম। যারা বেকসুর খালাস পেয়েছেন কামাল উদ্দিন ও সোনা মিয়া।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি বলেন, ১৯৯৯ সালের ২৬ এপ্রিল কাবাডি খেলাকে কেন্দ্র করে শামসুল আলমকে ছুরির আঘাত করে হত্যা করা হয়। ঘটনায় নিহতের পিতা সুলতান আহমদ বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় দেন।

এ রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!