প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩১ জুলাই সোমবার বিকাল ৩ টায় শহরের বদরমোকাম চেমন শমসের হিফয মাদরাসা মিলনায়তনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ জেলা শাখার অভিষেক ও শপথ গ্রহণ করা হয়

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি মাওলানা হাফেজ ক্বারী মুফতি সোলাইমান কাসেমী ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাহমুদুল হাসান।
প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামালুদ্দীন তাওহীদ ।
শপথ পাঠের আগে নব্য কমিটি নিজেদের মধ্যে পরিচিতি ও কুশল বিনিময় করেন।
পরবর্তী আলোচনা সভায় মুক্ত আলোচনায় নতুন কর্মসূচি ঘোষণা, সাংগঠনিক সফর, কমিটি নবায়ন, মাদ্রাসা নিবন্ধনসহ প্রতিযোগিতার তারিখ ও স্থান নির্ধারণ সহ আরোও সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানান কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ ক্বারী মুফতি সোলাইমান কাসেমী।
তাদের আগামীর পথ চলা সুন্দর হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামালুদ্দীন তাওহীদ।