জয় চক্রবর্তী :
খেলাঘর কক্সবাজার জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভিন্ন শাখা আসরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ০৩ অক্টোবর বিকেল ৪ টায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক রেজাউল কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ সরোয়ার সোহেল ও উৎপলা বড়ুয়া, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য মৃনাল বড়ুয়া, সম্পাদক মণ্ডলীর সদস্য ধ্রুব সেন দে, ওয়াহিদ মুরাদ সুমন, মেধু বড়ুয়া। ঝিনুকমালার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবছার উদ্দীন, অর্থ সম্পাদক নয়ন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আসিফ সাইফুল আবীর, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জয় চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মিশু দাশ গুপ্ত, সিমুনিয়া খেলাঘর আসরের সভাপতি বুলবুল এ জান্নাত, চকরিয়া চকোরী খেলাঘর আসরের সভাপতি এ্যাপোলো বড়ুয়া, সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া, রামুর হিমছড়ি খেলনাঘর আসরের সভাপতি স্বপন বড়ুয়া, সৈকত খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হুাদা, প্রবাল খেলাঘর আসরের সভাপতি নাছির উদ্দিন বিপু, সাগরিকা খেলাঘর আসরের সভাপতি তাহের কুতুবী, খুরুশকুল আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অসীম কুমার দে, দরিয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সজল দে, নবসৃজনী খেলাঘর আসরের নিরুপমা বড়ুয়া, রম্য খেলাঘর আসরের শাপলা বড়ুয়া সহ আরো অনেকে।

উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন শাখায় সাংগঠনিক সফর অব্যাহত রাখা, যে-সব শাখায় মানববন্ধন সম্পন্ন করা, এবং রামু ও উখিয়ায় অতিসত্বর সাংগঠনিক কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।