সিসিএন রিপোর্ট :
কক্সবাজার জেলা খেলাঘর এর ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্না এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন এর সঞ্চালনায় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা খেলাঘরের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে জেলা খেলাঘর এর সভাপতি প্রয়াত আবুল কাশেম বাবু এর আত্মার শান্তি কামনায় একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ সরওয়ার সোহেল।

এতে আলোচনায় অংশ নেন জেলা খেলাঘরের সদস্য অভিলাষ খেলাঘর আসরের সভাপতি কবি আদিল চৌধুরী, জেলা খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হুদা ছিদ্দিক জামশেদ, সহ সভাপতি উৎপলা বড়ুয়া, সহ সভাপতি জাতীয় পরিষদ সদস্য মৃণাল বড়ুয়া, সম্পাদক মণ্ডলীর সদস্য মাষ্টার ধ্রুব সেন দে, সম্পাদক মণ্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দীপু, সম্পাদক মণ্ডলীর সদস্য ওয়াহিদ মুরাদ সুমন, দরিয়া খেলাঘর আসরের সভাপতি সম্পাদক মণ্ডলীর সদস্য মিনা মল্লিক,জেলা খেলাঘর সদস্য নুরুল আজিম নিহাদ, সৌরভ দেব, নিরুপমা বড়ুয়া বেবী, মো: শহিদুল্লা অভিলাষ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি অসীম কুমার দত্ত, সাগরিকা খেলাঘর আসরের সভাপতি মোঃ তাহের কুতুবী, সাধারণ সম্পাদক মো: ফারুক,ঝিনুকমালা খেলাঘর আসরের রাজীব দেব দাশ, নয়ন চক্রবর্তী, সিমুনিয়া খেলাঘর আসরের সহ সাধারণ সম্পাদক হায়দার নেজাম, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, রম্য খেলাঘর আসরের সভাপতি সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বোতাম, নীল তরী খেলাঘর আসরের সভাপতি মো: নাফিজ ইকবাল , দরিয়া খেলাঘর আসরের কিন্নর সরকার পায়েল, অতনু শর্মা, অমৃত ধর । এছাড়াও বিভিন্ন শাখা আসরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা খেলাঘর এর বিগত দিনের ও চলমান কার্যক্রম পর্যালোচনা এবং বিভিন্ন শাখা আসরের কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচি উপস্থাপন করা হয়।
প্রত্যেক শাখা আসরের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আগামীতে জেলা খেলাঘর এর শাখা আসর সফর অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
৬ অক্টোবর কেন্দ্রীয় খেলাঘর আসরের কাউন্সিল অধিবেশনে প্রত্যেক শাখা ও জেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণের প্রস্তুতি গৃহীত হয়। কক্সবাজার জেলা কমিটি ও শাখা আসরের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কক্সবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্না কে সরাসরি সভাপতির দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।