সাইদুল ফরহাদ:
কক্সবাজার জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।
বৃহস্পতিবার (৮জুন) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়া দলীয় শৃংখলা ভঙের অভিযোগে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হককে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২২ অনুসারে দলীয় শৃংখলা ভঙের অভিযোগে
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জেলা শহিদুল হক সোহেলকে দল থেকে অব্যাহতি, একই সাথে এক বছরে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি না হাওয়ায় শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খানের স্বাক্ষরে যুবলীগ কক্সবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এর আগে (৪জুন)দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ।
কারণ দর্শানো নোটিশে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশ অমান্য করে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর হয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
এছাড়াও গঠনতন্ত্রের (২২) ক ধারা মোতাবেক শহীদুল হক সোহেলকে তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বরাবর লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।