শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কক্সবাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২ বন্ধু

সিসিএন অনলাইন ডেস্ক:

ঢাকা থেকে দুই বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে বেড়াতে যান কক্সবাজারে। ফেরার পথে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে এক বন্ধু ঘটনাস্থলে মারা গেছেন। আরেক বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ২৮ এপ্রিল রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার দেবীপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুই যুবক হলেন রিয়াদ উদ্দিন (২৬) ও মো. আশিক (৩০)। তাঁরা ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার ছোট কুশিয়ারবাগ গ্রামের বাসিন্দা। রিয়াদ কেরানীগঞ্জে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করতেন। ময়নাতদন্তের জন্য রিয়াদের লাশ ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত অবস্থায় আশিককে প্রথমে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। গতকাল রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহত যুবক রিয়াদ উদ্দিনের বড় ভাই রিয়াজ উদ্দিন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের পরদিন গত রোববার রিয়াদ ও তাঁর বন্ধু মো. আশিক মোটরসাইকেলে করে কক্সবাজারে যান। তাঁরা সেখানে চার দিন বেড়ানোর পর গতকাল দুপুরের পর কেরানীগঞ্জের উদ্দেশে রওনা দেন। রাতে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!