শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ টন পলিথিন ও ২২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ

সিসিএন প্রতিবেদক :

কক্সবাজার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ টন পলিথিন ও ২২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৪৬৫০০ টাকা।

৩১ জানুয়ারি পেকুয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে কক্সসবাজার পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ টি মামলায় ৪ টি প্রতিষ্ঠানকে ৩১,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং আনুমানিক ২ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংক রোড এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টির দায়ে ‘ ১৩ টি যানবাহনের ড্রাইভারকে ১৩ টি মামলায় মোট ১৫,৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ২২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর,চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর,কক্সবাজার এর উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!