সিসিএন রিপোর্ট:
কক্সবাজার পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন নব নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
কমিটির সভাপতি শামিম আকতার, সাধারণ সম্পাদক নুরুল হক ,সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ রাজন,সহ-সভাপতি-১ কবির হোসাই,সহ-সভাপতি-২ আৰু নায়েম মোঃ খান পাপ্পু, ,যুগ্মসাধারণ সম্পাদক- ১ প্রমথ পাল,যুগ্মসাধারণ সম্পাদক- ২ কবির আহমদ,যুগ্মসাধারণ সম্পাদক- ৩ আবদুল্লাহ আল জাহাঙ্গীর,সাংগাঠনিক সম্পাদক শাওন চক্রবর্তী,সহ-সাংগাঠনিক সম্পাদক রিজুয়ান উদ্দিন,অর্থ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী,দপ্তর সম্পাদক রনি দাশ গুপ্তা,ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হেলাল উদ্দিন,প্রচার সম্পাদক আবদুর রহিম,ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংস্কৃতিক সম্পাদক উত্তম পাল,মহিলা সম্পাদক এহেছান আক্তার,নিবাহী সদস্য রোমেল বড়ুয়া,জয়নাল আবেদীন চৌধুরী,মনতোষ চাকমা,এইচ এম শাহনেওয়াজ,জাহেদুল করিম,দিদারুল আলম,মহিউদ্দিন মহিন,এমদাদুল হক,শেলী সোলতানা,সাজল কান্তি পাল,মিজানুর রহমান,গোলাম কিবরিয়া,দিলীপ রুদ্র,সিরাজুল ইসলাম,জাফর আল।