প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের ঝিলংজার বিভিন্ন এলাকায় পানি বন্দী পরিবারের মাঝে
বুধবার (৯আগষ্ট) বিকাল ৩.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত কক্সবাজারের বন্যা কবলিত ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার,পূর্ব মহুরীপাড়া,চাঁন্দের পাড়াসহ পানিতে প্লাবিত প্রায় ২০০ পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করে সংগঠনটি।
এই বিষয়ে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি,মোঃ সোহেল বলেন, দীর্ঘ ২ দিন ধরে বন্যার পানিতে প্লালিত হয়ে বিভিন্ন এলাকার মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হয়েছে।
নানান দূর্ভোগে দিন রাত কাটছে তাদের। তাই আমরা আমাদের সামর্থ্য অনুয়ায়ী কিছু শুকনা খাবার মুড়ি,চিড়া,কলা,বিস্কিট,কেক,পানি,প্যারাসিটামাল,স্যালাইন দিয়েছি।
এতে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ্ আল নোমান,আব্দুল হামিদ,সালমান সাকিব,শাহজান,খাইরুল বশরসহ অনেকে।