সিসিএন ডেস্ক:
কক্সবাজার জেলার তিন উপজেলা যথাক্রমে কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে কক্সবাজারের ৩টি উপজেলা সহ দেশের ১৪১ টি উপজেলায় ভোট গ্রহন হবে আজ।
তাই সমস্ত নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন ৩ উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন করেছেন। নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কাজ হয়েছে। সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত রয়েছে।
৭ মে সকাল থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠ থেকে সদর উপজেলার নির্বাচনী সরাঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ আনচার সহ বিজিবি র্যাব সহ অন্যান্য আইন শৃংখলা বাহীনি দায়িত্ব পালন করবে।
জানা গেছে,কক্সবাজারের ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ হলেন-কক্সবাজার সদর উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার, মহেশখালী উপজেলায় মহেশখালী চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব উদ্দীন খান এবং কুতুবদিয়া উপজেলায় কুতুবদিয়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী।
কক্সবাজার সদর উপজেলাঃ কক্সবাজার সদর উপজেলায় ৫ ইউনিয়ন ও কক্সবাজার পৌরসভা মিলে ৮২ টি ভোট কেন্দ্র। ২ লক্ষ ২২ হাজার ৯৯৬ জন ভোটার রয়েছে।
এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ২৯৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৭০২ জন। ৮২ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৫৯৮ টি। তারমধ্যে স্থায়ী বুথ ৫৫৪ টি এবং অস্থায়ী বুথ ৪৪টি।
মহেশখালী উপজেলা পরিষদঃ মহেশখালী উপজেলার ৮ ইউনিয়ন এবং মহেশখালী পৌরসভা সহ মোট ৮৬ টি ভোট কেন্দ্র। ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৮৯০ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৫৬৮ জন। ৮৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৫৭৮ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ৫৫৫ টি এবং অস্থায়ী বুথ ২৩টি।
কুতুবদিয়া উপজেলা পরিষদঃ কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে কুতুবদিয়ার ৬ ইউনিয়নে ৩৭ টি ভোট কেন্দ্র। ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৫১ হাজার ৫৬৯ জন। মহিলা ভোটার ৪৫ হাজার ৬০১ জন। ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ২৫৮ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ২৫০ টি এবং অস্থায়ী বুথ ৮টি।
এদিকে কক্সবাজার সদর উপজেলার নির্বাচনী হালচাল নিয়ে জানতে চাইলে বেশ কয়েকজন ভোটার বলেন,শেষ মুহুর্তে টাকার খেলা চলছে,অনেক জায়গায় নগদ টাকা বিতরণ চলছে। তবে বেশির ভাগ মানুষের নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই।
অন্যদিকে মহেশখালীর কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা গেছে,শেষ সময়ে সব প্রার্থী নগদ টাকা বিলি করছে। এখানে স্থানীয় এমপি এবং সাবেক এমপি নির্বাচনে পরোক্ষভাবে প্রভাব ফেলছে। তবে সহিংসতার আশংকাও করছেন অনেকে।
কুতুবদিয়ার কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা গেছে,নির্বাচনে প্রধান প্রতিদ্ধন্ধি প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম অসুস্থ হয়ে ঢাকাতে চিকিৎসাধীন থাকায় নির্বাচনে ভিন্ন রকম আমেজ তৈরি হযেছে। এখন বাকি দুই প্রার্থীর মধ্যে বেশি প্রতিদ্ধদ্ধিতা হবে বলে ধারনা করা হচ্ছে।
একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষে নির্বাচন কমিশন কাজ করছেন এখানে আমরা সার্বিক সহযোগিতা করছি এমন কথা জানিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো: শাহীন ইমরান বলেন,নির্বাচন শতভাগ নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত পরিবেশে হবে। এখানে কোন ধরনের সংকা নেই।