সোমবার, মার্চ ২৪, ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে বারুণী স্নানে নেমে ১ জনের মৃ ত্যু

সিসিএন প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নানে নেমে জয় শার্মা (১৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬এপ্রিল) দুপুর ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত পুণ্যার্থী কক্সবাজার শহরের ঘোনা পাড়া এলাকার বিমল শার্মার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

তিনি জানান,হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নান উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে নেমেছিল মানুষের ঢল। এসময় নিহত পুণ্যার্থীও নামেন।স্নানের এক পর্যায়ে পানির স্রোতের টানে ভেসে যায়।পরে সেখানে থাকা লোকজন তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উৎসবে আসা মিশু গুপ্ত নামে এক পুণ্যার্থী বলেন,সকাল থেকে সাগর লাখের অধিক মানুষের ঢল নামে।সেখানে পুণ্যার্থীর জন্য কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শুরু থেকে আমরা বলে আসছিলাম কোন দুর্ঘটনা হতে পারে। শেষ পর্যন্ত সেটি বাস্তবে রূপ নিয়েছে। এটির দায় কেউ এড়াতে পারেন না বলে তিনি অভিযোগ তুলেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!