সিসিএন প্রতিবেদক:
কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের আয়োজনে “আন্তঃবিভাগ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কলেজের মাঠে।
৫টি দলের অংশগ্রহণে ১০ দিনব্যাপী এই টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয় পুরাতন ১ম বর্ষ এবং ২য় বর্ষের দল। ফাইনালে উভয় দলের কঠোর প্রতিদ্বন্দ্বিতার ফলে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ১ম বর্ষের গোলরক্ষক ফারহানের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ২য় বর্ষকে হারিয়ে ২০২৪ সালের গণিত বিভাগের চ্যাম্পিয়ন হয় ১ম বর্ষের দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবুল মনসুর মোঃ মফিজুল হক, গণিত বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আহমেদ কবির, সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন ফারুকী, সহকারী অধ্যাপক সুবীর দাশ, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। অন্যান্য বিভাগের প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অরুণ বিকাশ বড়ুয়া, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাং রেজা খান হেলালী, মো: আজিজুল মোস্তফা বুলু এবং উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম মোহাম্মদ তারেক।
ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২য় বর্ষের তানবীর। সামগ্রিক টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ১ম বর্ষের পিয়ারো এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন ১ম বর্ষের ফারহান।