বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

কঠোর নিরাপত্তায় চলছে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের চিকিৎসা

সিসিএন অনলাইন ডেস্কঃ

মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে আহত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আশ্রয় নেওয়া আহত দুই বিজিপি (মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ) সদস্যকে চিকিৎসার জন্য কক্সবাজারের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। ভর্তি করার পর হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না হাসপাতালে।

আহত বিজিপি সদস্যরা হলেন জা নি মং এবং নিম লাইন কিং।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে হাসপাতালে গণমাধ্যমের কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

এর আগে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী আরাকান আর্মির গোলাগুলিতে টিকে থাকতে না পেরে নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত দিয়ে নিজেদের আত্মরক্ষায় কয়েক দফায় ৫৮ জন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করে বিজিবি ক্যাম্পে আশ্রয় নেন। তাদের বেশির ভাগই গুলিবিদ্ধ। বিজিবির হেফাজতে কঠোর নিরাপত্তায় তাদের উখিয়ায় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!