বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

‘কলাতলীতে ফ্রান্স প্রবাসীর জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি:

আমি এনামুল হক পিতা -মৃত ঠান্ডা মিয়া ,মধ্যম বাহার ছড়া,কক্সবাজার,বিগত ১লা সেপ্টেম্বর ,২০২৪ ইং তারিখে প্রবাল নিউজ ,সিসিএন নিউজ চ্যানেলে দেশের পটপরিবর্তনকে পুঁজি করে কলাতলীতে ফ্রান্স প্রবাসীর জমি দখলের অভিযোগ শিরোনামে প্রচারিত একটি বিভ্রান্তিকর তথ্য সম্বলিত,প্রকৃত ঘটনা আড়াল করে শুধু এক পক্ষের বক্তব্য নিয়ে একটি ভিডিও প্রতিবেদন সংবাদ প্রকাশিত হয়।

যেখানে প্রকৃত সত্য,তথ্য সমূহ আড়াল করা হয়েছে।আসল ঘটনা হলো বিগত ২০০২ ইং সালে ঢাকা নিবাসী গিয়াস উদ্দিন আল মামুন ঝিলংজা মৌজার বিএস খতিয়ান নং ১৭৫১, ৩১৭ ও ১৭৫২ নং খতিয়ান হতে খতিয়ান সমূহের রেকর্ডীয় মালিক ও ওয়ারিশ সূত্রে মালিক হতে জমি ক্রয় করে , যাহা তৎসময়ে বিক্রেতাগন গিয়ে জমি দখল বুঝিয়ে দেয়া হয়। আবার আমানী আলম রাজা মিয়া কর্তৃক বিগত ২০০৭ ইং সালে ঐ উল্লিখিত খতিয়ান নং ১৭৫১ ও ৩১৭ হতে রেজিঃ কবলা মূলে ৮ শতক জমি ক্রয় করে শফিকুর রহমানের ওয়ারিশ আব্দুল করিম হতে ক্রয় করেন।উক্ত জমির পরিমাণ,চৌহদ্দি চিহ্নিত করে,চিহ্নিত জমি রেজিস্ট্রি দাতা,রাজা মিয়ার শশুর বাড়ীর পক্ষের সকল লোকজন গিয়ে বুঝে নেয় ,জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর।তৎপরবর্তীতে উক্ত ক্রেতা ফ্রান্স প্রবাসী আমানী আলম রাজা মিয়া তার রেজিঃ ক্রয় করা জমির আর সি সি পিলার দ্বারা পাকা বাউন্ডারি সম্পাদন করে নেন।

সাম্প্রতিক সময়ে গিয়াস উদ্দিন আল মামুন ,রাজা মিয়া এবং উক্ত খতিয়ান এর আমি একজন রেকর্ডিয় মালিক হিসেবে আমাদের অংশের সীমানা সঠিকভাবে নির্ণয় থাকতেছে কিনা তা নিশ্চিত করতে একদিন জেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ সাবেক মেয়র প্রার্থী রফিকুল ইসলাম,বর্তমান কাউন্সিলর নাসিমা আক্তার বকুল , আমিনুল ইসলাম মুকুল,ছাত্রনেতা আমির আলী সহ আরো অনেক ব্যক্তি ও জমি বিক্রেতা ও ক্রেতার প্রতিনিধি সহ উপস্থিত ছিলাম মাত্র।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ঐ তপশীল অন্তর্ভূক্ত জমির দুইদিকে দুই ক্রেতার সাথে আমাদের জমির সীমানা রয়েছে। আরো উল্লেখ্য যে,কোন ক্রেতাকে আমি এনামুল হক রেজিঃ কবলা মূলে কোন জমি বিক্রি করি নাই। তৎকালীন সময়ে থেকে কেউ কারো জমি দখলের চেষ্টা বা দখল করে নাই।যে যার যার অংশে সীমানা মেরামতে উল্লেখিত দুই ক্রেতার মাঝে কিছুটা মনোমালিন্য হয় মাত্র।দখল বেদখল কিছু ঘটেনি , প্রাপ্যতা অনুযায়ী যার যে পরিমাণ দখলে থাকার কথা তা সঠিকভাবে রয়েছে।এখানে জনৈক জসিম উদ্দিন আমাকে জড়িয়ে যে অযথা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন তা উদ্দেশ্য প্রণোদি,সম্পূর্ণ মনগড়া কথা,মিথ্যা বিভ্রান্তিকর।আমি এরূপ একটি মিথ্যা বক্তব্যের সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সকল বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা কক্সবাজার সদর থানা অবগত আছেন।এবং এ বিষয়ে আইনগত সহায়তা গ্ৰহন প্রক্রিয়ায় রয়েছে।

প্রতিবাদকারী: এনামুল হক
পিতা-মৃত ঠান্ডা মিয়া
সাং: মধ্যম বাহার ছড়া ১০নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!