শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বৈশাখ উদযাপন

বার্তা পরিবেশক:

‘প্রদীপ্ত বৈশাখে মাতি নতুন জীবনের উল্লাসে’ এই প্রতিপাদ্যে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩০। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০কে স্বাগত জানিয়েছে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়।

বৈশাখকে বরণ করতে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় সেজেছে অপরূপ সাজে। নেচে গেয়ে শিক্ষক আর সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করে নিতে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।

কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এম এ মঞ্জুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেটে মমতাজ উদ্দিন , পিটিএ কমিটির সভাপতি জনাব সুলতান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর এম এ মঞ্জুর বলেন, “অন্যান্য বছরের মতো এবারও আমরা সবাই মিলে উৎসব, আনন্দ, উল্লাসও উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করতে পেরেছি বলে আমি আনন্দিত।

কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুর রহমান বলেন, “বাঙালি হিসেবে আমাদের পরিচয় ফুটে ওঠে এই পহেলা বৈশাখের মাধ্যমে। আমরা সবাই একসাথে এ উৎসব উদযাপন করি বলে এটা আমার ভালো লাগে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!