বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

‘কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ’ গঠন প্রক্রিয়া শুরু

প্রেস বিজ্ঞপ্তিঃ

শিক্ষাবিদ সিরাজুল ইসলাম ও সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের নেতৃত্বে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-পরিষদ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলার প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের নিয়ে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’ গঠন প্রক্রিয়া শুরুর কার্যক্রম হিসেবে বুধবার(১৯ জুন) বিদ্যালয়ের শহিদ শাহ আলম – বশির মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক চা আড্ডা।

এতে ১৯৬২ থেকে ১৯৮৯ পর্যন্ত এসএসসি ব্যাচের প্রতিনিধিদের মতবিনিময় ও সর্বসম্মতিক্রমে ১৯৬৬ ব্যাচের প্রাক্তন ছাত্র- শিক্ষাবিদ সিরাজুল ইসলাম ও ১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এর নেতৃত্বে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’ গঠন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় দায়িত্ব নিয়ে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এরমধ্যে শীঘ্রই প্রাক্তন ছাত্রদের সমন্বয় করা, সার্ধশতবর্ষ উদ্‌যাপন, পরিষদকে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকতা নিশ্চিত করা, বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন- তাদের স্মৃতি ফলক স্থাপন, শহিদ মিনার সংস্কার এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সরকারের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা তুলে ধরেন।

সংসদ সদস্য ও ১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র আশেক উল্লাহ রফিক নতুন দায়িত্ব পাওয়ার পর নতুনভাবে স্কুলে ভর্তি হওয়ার অনুভূতি অনুভব হচ্ছে মন্তব্য করে প্রাক্তন ছাত্রদের এই সংগঠনকে সার্বজনীন ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

১৯৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র মোহিব্বুল মোক্তাদীর তানিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই চা আড্ডায় অন্যান্যের মধ্যে মতামত ব্যক্ত করেন ১৯৬৯ ব্যাচের অধ্যাপক উমর ফারুক, ১৯৭১ ব্যাচের মোহাম্মদ হোছাইন , ১৯৭৪ ব্যাচের শওকত উসিমান পীয়ারু, ১৯৮১ ব্যাচের ইয়াছিন মোহাম্মদ শামসুল হুদা ও অ্যাডভোকেট তাপস রক্ষিত, ১৯৮২ ব্যাচের ডাক্তার নুরুল আলম ও রাশেদ মোহাম্মদ আলি, ১৯৮৩ ব্যাচের রফিকুল ইসলাম, ১৯৮৪ ব্যাচের রঞ্জিত দাশ, ১৯৮৫ ব্যাচের মোরশেদ মোহাম্মদ আলি, ১৯৮৬ ব্যাচের খোরশেদ আলম, ১৯৮৮ ব্যাচের কামরুল হাসান, ১৯৯০ ব্যাচের আরমানুল আজিম, ১৯৯১ ব্যাচের অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, ১৯৯৯ ব্যাচের ডাক্তার রঞ্জন বড়ুয়া প্রমুখ।

২০১৬ সালের প্রথম পুনর্মিলনী উদ্‌যাপন পরিষদ এর পক্ষ হতে ২০০১ ব্যাচের শেখ আশিকুজ্জামান ও ২০০২ ব্যাচের সাঈদ বিন জেবর মতামত ব্যক্ত করেন।

এর আগে প্রযুক্তিগত উপস্থাপনার মাধ্যমে প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের পটভূমি, প্রেক্ষাপট, লক্ষ্য, গঠনপ্রক্রিয়া, প্রস্তুতি, অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়। পরে, সর্বসম্মতিক্রমে ১৯৬৬ ব্যাচের প্রাক্তন ছাত্র কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম কে আহ্বায়ক ও ১৯৮৭ ব্যাচের ছাত্র সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে যুগ্ম-আহবায়ক করে সংগঠনের গঠন প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যে দায়িত্ব অর্পণ করা হয়।

উল্লেখ্য, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সাল হতে প্রাক্তন ছাত্রদের সমন্বয় করার প্রথম উদ্যোগ নেয়া হয় ও ২০১৬ সালে প্রায় দুই হাজার প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তারা প্রাক্তন ছাত্র পরিষদ ও স্কুলের সার্ধশতবর্ষ (১৫০ বছর) উদযাপনে প্রথম পুনর্মিলনীর আয়োজকসহ প্রাক্তন ছাত্রদের মধ্যে সাবেক ও বর্তমান সচিব, জনপ্রতিনিধি, কর্পোরেট ব্যক্তিত্ব, ডাক্তার, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

মতবিনিময় সভার আয়োজকদের পক্ষ হতে সাঈদ বিন জেবর জানান, শীঘ্রই নব দায়িত্ব প্রাপ্তদের নির্দেশনানুযায়ী গঠনতন্ত্র প্রণয়ন করার মাধ্যমে প্রাক্তন ছাত্র পরিষদের কর্মকাণ্ড বেগবান করা হবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!