শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কাপ্তাই হ্রদে আটকা চট্টগ্রাম কলেজের ১৭৫ শিক্ষার্থী, রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার

সিসিএন অনলাইন ডেস্ক:

রুদ্ধশ্বাস অভিযানে নেমে রাঙামাটির কাপ্তাই হ্রদে আটকে পড়া চট্টগ্রাম কলেজের ১৭৫ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ইয়ারিন এলাকায় কাপ্তাই হ্রদের চরে লঞ্চটি আটকে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও লঞ্চটি সরানো যায়নি। পরে সন্ধ্যায় পুলিশের জরুরি সহায়তা নাম্বার ৯৯৯-এ কল করলে জেলা পুলিশ একটি লঞ্চ নিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে আনে।

জানা গেছে, পুলিশের জরুরি সহায়তা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে ঘটনা জানতে পেরে জেলা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে।

রাত ৮টায় জেলা শহরের উন্নয়ন বোর্ডঘাটে লঞ্চটি আনা হয়। শিক্ষাসফরে আসা সবাই চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এই শিক্ষাসফরে কলেজের স্নাতক (সম্মান) ও মাস্টার্সের পাঁচটি ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অভিযানে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিনসহ নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের ভূঁইয়া বলেন, শনিবার বিকেলে দিকে কাপ্তাই হ্রদে মধ্যে চর এলাকায় আমাদের যাত্রীবাহী লঞ্চটি আটকে পড়ে। লঞ্চচালকরা দীর্ঘ সময় চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারেনি। দীর্ঘক্ষণ সময়ক্ষেপণের কারণে সন্ধ্যা হয়ে যায়। আমরা তখন শিক্ষার্থীদের নিয়ে কিছুটা আতঙ্কে পড়েছি।

প্রফেসর আবু তাহের ভূঁইয়া বলেন, যেহেতু পার্বত্য চট্টগ্রাম বিশেষ এলাকা, তাই আমরা কিছুটা ভয় পেয়েছি এতজন শিক্ষার্থী নিয়ে। পরে পুলিশকে জানানোর পর তারা আমাদেরকে উদ্ধার করে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কলেজ থেকে শিক্ষা সফরে আসা একটি লঞ্চ কাপ্তাই হ্রদের ইয়ারিং এলাকায় চরের মধ্যে আটকে যায়। পরে ৯৯৯-এ কল দেওয়ার পর আমরা জরুর ভাবে তাদের উদ্ধার করে নিয়ে আসি। আমাদের এ কাজে নৌ-পুলিশের সদস্যরাও সহায়তা করেছেন।

সূত্র: চট্টগ্রাম প্রতিদিন

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!