সিসিএন অনলাইন ডেস্ক:
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র গ্রুপের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমসহ (৫৫) দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) দুপুরে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, কেএনএফের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমকে আটক করা হয়েছে। ঘরে আলমারির লুকিয়ে ছিলেন তিনি। র্যাবের বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার দুই কুকি-চিন নেতা হলেন – সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম (৫৫) ও কেএনএফ নেতা রোয়ান লিন বম (৫৫)। র্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
র্যাব জানায়, রুয়াছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দেন রোয়ান লিন বম। অন্যদিকে বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম।
কেএনএফের দুই সদস্য গ্রেপ্তারের বিষয়ে আজ বিকেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব-১৫।