সিসিএন প্রতিবেদকঃ
১০ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্টের জমকালো আসর বসছে এবারে এই আসরে কক্সবাজার থেকে থাকছেন র্যাপার ‘ডটার অফ কোস্টাল’ ওরফে সোহানা রহমান।

২০১৭ সাল থেকেই তার হিপহপ গানে চর্চা থাকলেও প্রথম প্রকাশিত গান ‘কোস্ট পানোয়া’ ২০২১ সালে ৫’ই নভেম্বর ‘কোস্ট পানোয়া’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এরপর থেকে তার গাওয়া ‘বাংলা র্যাপ’ ও ‘নারী’ শিরোনামে গান বেশ নজরকাড়ে হিপহপ গানের ভক্তদের এবং তিনি মিউজিকাল সব প্ল্যাটফর্ম যেমনঃ স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক সহ সব প্ল্যাটফর্মেই অফিশিয়াল ভাবে আছেন।
২০২২ এর শেষ দিকে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে ‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ রায়ের সাথে জুটিতে গান করার প্রস্তাব পাই সোহানা রহমান এরপর শায়ান চৌধুরী অর্ণবের প্রযোজনায় ও সায়ন্তন মাংসাং এর মিউজিকে ‘না হবো’ গানের র্যাপ অংশে নিজের লেখা কথায় কণ্ঠ দেন সোহানা এবং পুরো গানে এই ২৬ সেকেন্ডের র্যাপ অংশটি বেশ আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলো যেখানে দু-ভাষীর একটি সংমিশ্রণ দেখে শ্রোতারা, অনিমেষ গাইলো ‘হাজং ভাষায়’ এবং সোহানা গাইলো ‘চাটগাঁইয়া ভাষায়’এই পর্যন্ত ইউটিউবে এই গানের ভিউ ১ কোটি ২০ লক্ষ ছাড়িয়েছে।

কোক স্টুডিও বাংলায় সোহানা হলো প্রথম নারী র্যাপার, ‘নাহুবো’ গানে সে তার আঞ্চলিক ভাষা মানে চাটগাঁইয়া ভাষাকেই প্রাধান্য দিয়েছেন এবং তিনি সিসিএনকে জানান চাটগাঁইয়া ভাষাকে তিনি কোক স্টুডিওর মাধ্যমে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে নিয়ে যেতে পেরেছেন যেটি তার জন্যে একটি বিশাল প্রাপ্য।

আগামী ১০ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের ব্যাপারে সোহানার অনুভূতি জানতে চাইলে তিনি সিসিএনকে জানান, ” উপরওয়ালার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা কোক স্টুডিওর মতো এতো বড় প্ল্যাটফর্ম আমার ভাগ্যে রাখার জন্যে, আমি অনেক বুলিংয়ের শিকার হয়েছি যখন আমি প্রথম দিকে র্যাপ নিয়ে কাজ করছিলাম কিন্তু আমার মনে একটি জেদ ছিল একদিন ডটার অফ কোস্টালকে পুরো দেশ চিনবে একজন পারফেক্ট হিপহপ আর্টিস্ট হতে যা দরকার পড়েছে আমি তাই করেছি এবং করছি। কনসার্ট নিয়ে আমি খুবই উৎসাহিত এবং সবচেয়ে মজার বিষয় হলো এটি আমার জীবনের প্রথম কনসার্ট তাও কোক স্টুডিওর সাথে’

এতে আরো থাকবেন মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, শায়ান চৌধুরী অর্ণব, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার, মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব, মেঘদল, জহুরা বাউল, মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির ও হামিদা বানুসহ কোক স্টুডিও বাংলার দুই মৌসুমের শিল্পীরা গাইবেন।
এর আগে গত বছর জুনে প্রথমবার কোক স্টুডিও বাংলা কনসার্টের আয়োজন করা হয়