সোমবার, অক্টোবর ২, ২০২৩

ক্যাম্প থেকে দুই এনজিও কর্মীকে অপহরণ

সিসিএন অনলাইন ডেস্ক:

শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশের ভাষ্য।

কক্সবাজারের টেকনাফে এনজিওকর্মী ও এক রোহিঙ্গাকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার জাদিমোরা শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান।

অপহৃতরা হলেন- হ্নীলার জাদিমোর এলাকার তজুর রহমানের ছেলে এনজিওকর্মী মোহাম্মদ হাসান (৫০) এবং শালবাগান রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২০)।

হ্নীলা ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, “ঘটনার খবর পেয়ে দুই শতাধিক স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পাহাড়ে গিয়ে অপহরকারীদের আস্তানা খুঁজে পেয়েছি। তবে অপহরণকারীরা আমাদের দেখে গহীন পাহাড়ের ভেতর থেকে এলোপাতাড়ি গুলি করে। ফলে অস্ত্রের মুখে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ এখনও অভিযানে রয়েছে।”

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, “দুপুরের দিকে ঘটনা হলেও আমরা বিকাল ৪টার দিকে শুনেছি। এরপর থেকে পুলিশ কাজ করছে।”

এদিকে ঘটনার বিবরণ দিয়ে হাসানের শ্যালক আব্দুর রহমান জানান, তার বোন জামাই এনজিও ফোরামে মিস্ত্রির চাকরি করেন। ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ের পাদদেশে মেশিনে পানির উঠানোর সময় হঠাৎ পাহাড় থেকে একদল অপহরণকারী তাদের দুজনকে ধরে নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য, পুলিশ ও স্থানীয় জনতাসহ পাহাড়ে অভিযান চালালেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, “স্থানীয়রা অপহরণকারীদের ধাওয়া করলে অস্ত্র উঁচিয়ে ফাঁকাগুলি করে। পরে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়।”

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর