শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

খুটাখালীতে বিলে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে ফয়সালকে কুপিয়ে রক্তাক্ত জখম

সিসিএন অনলাইন ডেস্ক:
বিলে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে মোঃ ফয়সাল (২২) নামের এক যুবককে কোদাল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবুনিয়া মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত মোঃ ফয়সাল (২২) ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নলবুনিয়া গ্রামের ইসলাম আহমদের পুত্র। পেশায় সে মাইক্রোবাস চালক। বর্তমানে তাকে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আহতের পিতা ইসলাম আহমদ বলেন, নলবুনিয়া মসজিদের পাশে স্থানীয় বিলে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে একই এলাকার এক ব্যক্তি ফয়সালকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ফয়সালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে রেফার করেন।

ওই সময় ঘটনাস্থলে ফয়সালের প্রতিবেশী ড্রাইভার হোসেন আহমদ, ছৈয়দ হোসেন বাবুল, কামাল উদ্দীন ও বাদসা মিয়া উপস্থিত ছিলেন। তারা ঘটনার স্বাক্ষী দাবী
করে আহতের পিতা আরো বলেন, চিকিৎসার কারনে বিলম্ব সময়ে তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছি। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ভুক্তভোগীদের লিখিত এজাহার এখনো পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর