কফিল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
ঘুমধুম আন্তর্জাতিক সীমারেখায় গরু চড়াতে গিয়ে খালে ডুবে নিখোঁজ হয়েছে এক যুবক।
আনুমানিক বিকাল ৩:৩০ ঘটিকায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৩৫ এবং ৩৬ মাঝামাঝি মক্কর টিলা (জোড়া ব্রিজ) নামক স্থানে গরু চড়ানোর উদ্দেশ্যে গেলে হঠাৎ বৃষ্টিতে খালে পাহাড়ি ঢল নামে। এতে খালের পানি ও স্রোত বৃদ্ধি পায়। খাল অতিক্রম করার সময় পাহাড়ি ঢলের স্রোতে ঐ যুবক পানির নিচে তলিয়ে যায়।
নিখোঁজ ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু ঘোনার পাড়া,উলুবুনিয়া এলাকার বাসিন্দা গোলাম রব্বানীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৪)।
খোঁজ নিয়ে জানা গেছে স্থানীয় মেম্বার মোহাম্মদ আলম মিয়া স্থানীয় লোকজন দিয়ে পানিতে খোঁজাখুঁজির কাজ চালিয়ে নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার ব্রিগেডের সদস্যগণ উপস্থিত হয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পেয়ে সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় অন্ধকার হওয়ায় ফায়ার ব্রিগেডের সদস্যগণ অভিযান বন্ধ করে দেয়। সকালে পুনরায় তল্লাশি চালাবে বলে তারা স্থানীয়দের জানান।
স্থানীয় লোকজন জানায়, নিখোঁজ ব্যক্তি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।