শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

গৃহহীন ও অসহায় পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের গৃহ হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি:
৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ইসলামিক রিলিফ বাংলাদেশ গৃহহীন ও অসহায় পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে “শেল্টার, লাইভলিহুড এন্ড ওয়াশ ফেসিলিটিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (সুইপ)”-এর আওতায় নির্মিত ঘরগুলো আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেছে। ইসলামিক রিলিফ ইউএসএ-এর সহায়তায় এই প্রকল্পের মাধ্যমে মহেশখালী এবং কক্সবাজার সদর উপজেলায় মোট ৫০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৪ সালের মধ্যে ২৫টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। মহেশখালী উপজেলায় ১০টি ঘর ইতোমধ্যে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ কক্সবাজার সদর উপজেলার বাকি ১৫টি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার নীলুফা ইয়াছিন চৌধুরী ও সহকারী ভূমি কমিশনার শারমিন সুলতানা উপস্থিত ছিলেন। তারা ঘরগুলো পরিদর্শন করেন এবং উপকারভোগীদের হাতে গৃহ হস্তান্তর করেন।

বাংলাদেশ সরকারের অনুমদিত ডিজাইন এর আদলে প্রতিটি ঘরে রয়েছে একটি বারান্দা সহ দুটি থাকার কক্ষ, একটি রান্নাঘর এবং একটি বাথরুম, যার সর্বমোট আয়তন ৩৬.৫০ স্কোয়ার মিটার। এই ঘরগুলো মহেশখালী উপজেলার ১০টি পরিবারের ৪৩ জন এবং কক্সবাজার সদর উপজেলার ১৫টি পরিবারের ৬৯ জন সদস্যকে নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের সুযোগ করে দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াছিন চৌধুরী ঘরগুলো পরিদর্শন শেষে বলেন,
“ইসলামিক রিলিফ বাংলাদেশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এসব ঘর শুধু আশ্রয়ই নয়, বরং উপকারভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। এই ধরণের উদ্যোগ জারি রাখলে এই অঞ্চলের আরো গৃহহীন পরিবারগুলো রয়েছে তারাও একটি নিরাপদ ও স্থায়ী আশ্রয় পাবে।”

উপকারভোগীদের একজন ঘর পেয়ে উচ্ছ্বসিত কন্ঠে জানান, “আমি কখনই কল্পনা করিনি আমাদেরও একটা এমন ঘর হবে। আমি কখনোই ভাষায় ব্যক্ত করতে পারবো না আজ কতটা খুশি আমি। মহান আল্লাহ ইসলামিক রিলিফ বাংলাদেশের হাত ধরে যে এই ঘর দিয়েছেন আমি তাঁর লাখো শুকরিয়া করি। আমি কৃতজ্ঞ তাদের প্রতি যাদের আর্থিক সহায়তায় এই কাজ বাস্তব হয়েছে। আমি ইসলামিক রিলিফের জন্য প্রতি নামাজে দোয়া করবো।”

“সুইপ” প্রকল্পের আওতায় ২০২৫ সালের মধ্যে আরও ২৫টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প স্থানীয় প্রশাসন এবং জনগণের কাছে টেকসই উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!