প্রেস বিজ্ঞপ্তি:
রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন।
কক্সবাজার পৌর আওয়ামী লীগ ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে আলোচনা সভা বিকাল ৪ টায়, শহিদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এড.ফরিদুল ইসলাম চৌধুরী,সভাপতি- কক্সবাজার জেলা আওয়ামী লীগ,প্রধান আলোচক মুজিবুর রহমান, সাধারন সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
আরো বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।