কফিল উদ্দিন (জয়), নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ী এলাকার মুক্কুর টিলার পূর্ব পাশের সীমান্ত খালে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার(২৬ আগস্ট) সকাল ৮টার দিকে সীমান্ত খালে নিখোঁজ হওয়া যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধার পরবর্তী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস যৌথভাবে নিহতের লাশটি স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ঘুমধুম ইউনিয়ন পরিষদের উঠানে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে রয়েছে।
উল্লেখ্য; গত কাল জুমার নামাজের পর তুমব্রু সীমান্ত খালে পাহাড়ি ঢলের স্রোতে নিহত যুবক নিখোঁজ হয়েছিল।