বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

চকরিয়ায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী হাতেনাতে গ্রেফতার

ইউসুফ বিন হোছাইন, চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইদমনি এলাকার নুরুল আলমের ছেলে আরাফাত হোসেন বাপ্পি (২০), একই এলাকার শরীফ উদ্দিনের ছেলে বদিউল আলম (২০), নুরুল কবিরের ছেলে কামরুল হাসান (১৮) ও ওবায়দুল হক এর ছেলে আবদুল বাছেত (২১)।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, একটি তাজা কার্তুজ, দুটি কিরিচ, ছুরি, দু’টি রামদাসহ বিভিন্ন সময়ে ছিনতাইকৃত ৯টি মোবাইলে সেটসহ নগদ ১১শ টাকা জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, বুধবার দুপুরে চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রিজ এলাকায় একটি অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অটোরিকশার যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে, টহলরত মাতামুহুরী তদন্তকেন্দ্রের পুলিশের টহল টিম তাৎক্ষণিক চার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, চার ছিনতাইকারী চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। চোর-ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!