সোমবার, অক্টোবর ২, ২০২৩

চকরিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোয় অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

ইউসুফ বিন হোছাইন, প্রতিনিধি চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র প্রচারের অভিযোগে শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ডুলহাজারা উলুবনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত মে মাসে কলেজ থেকে ফেরার পথে ওই ছাত্রীকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নেন। খবর পেয়ে হৃদয়ের পরিবার ‘মামলা করলে গুলি করে মেরে ফেলার’ হুমকি দেয়। ভয়ে চুপ হয়ে যায় ছাত্রীর পরিবার। কয়েক দিন আগে ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে গেলে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। এরপর পুলিশের একাধিক দল অভিযানে নেমে ডুলাহাজারার দূর্গম এলাকা থেকে ধর্ষক হৃদয়কে গ্রেপ্তার করে।

স্থানীয়রা বলছেন, শাহরিয়াজ মোহাম্মদ হৃদয়ের নেতৃত্বে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এলাকায় একটি বখাটে চক্র পরিচালিত হয়। চক্রটি পার্কে ঘুরতে যাওয়া নারী দর্শনার্থীদের উত্ত্যক্ত, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। এর মধ্যে ধর্ষণে অভিযুক্ত হৃদয়কে আজ শুক্রবার আদালতে তোলা হবে। বাকিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান রয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর