ইউসুফ বিন হোছাইন, চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় মানবতা বিরোধী অপরাধে দণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে গাড়ি ভাঙচুরের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আজ (১৫ আগস্ট) বিকেল ৪ চায় চকরিয়া পৌর শহরের বায়তুশ শরফ রোড়ে এঘটনার সৃষ্টি হয়। ঘটনায় ১ জন গুলিবিদ্ধ হয়ে মো: ফোকানুল ইসলাম(৬০) নামে একজন মারা যান। নিহত ব্যক্তি চকরিয়া পৌর এলাকার ১ ওয়ার্ডের আবুল ফজলের ছেলে।
এছাড়া সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আরও ১২ জন।আহতদের মধ্যে চকরিয়া থানার ওসি সহ ৫ পুলিশ সদস্যও রয়েছে।
এসময় বিক্ষোভ কারিরা ওসির গাড়ি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভন দত্তের গাড়ি সহ বেশ কয়েকটি সরকারি কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানায়; পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি সহ পুলিশের ৫ সদস্য আহত হয়। তবে দুই পক্ষের মধ্যে সংঘটিত ঘটনায় কে কোন দলের তা নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম জানিয়েছেন, ‘চকরিয়ায় জানাজা নিয়ে সংগঠিত সংঘর্ষের বিষয়ে পুলিশ কাজ করছে। তবে গুলিবর্ষণ পুলিশের কাছ থেকে করা হয়নি। হতাহতের ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ‘ গায়েবানা জানাজার নিষেধাজ্ঞা থাকার পরও স্থান পরিবর্তন করে জানাজা পড়েছে তারা।পরে মিছিল সহকারে পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন; পাল্টাপাল্টি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত করা হবে।