সাইদুল ফরহাদ:
কক্সবাজারের চকরিয়ার বদরখালী নদী থেকে অজ্ঞাত (১২ বছরের)এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মার্চ) সকালে বদরখালী নদী থেকে এ লাশটি উদ্ধার করে পুলিশ।তার পরনে ছিল সাদা টি-শার্ট।
স্থানীয়রা জানায়,নদীতে মরদেহ পানিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান,নদী থেকে ভাসমান অবস্থাতে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে ছেলেটি শিক্ষার্থী।আনুমানিক তার বয়স ১২ বছর। এ কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো বলেন কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।