মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

চকরিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

ইউসুফ বিন হোছাইন, চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর দলিল আহমদ (৬৫) প্রকাশ বাঁশি নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার উপকূলীয় বদরখালী মহেশখালী সমুদ্র চ্যানেলে পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।

নিহত দলিল আহমদ বদরখালী ইউনিয়নে ৪ নং ওয়ার্ড টুটিয়াখালি পাড়ার মৃত মোহাম্মদ সুফিয়া উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানান, দলিল আহমদ সোমবার সন্ধ্যায় মাছ ধরার জন্য নদীতে যায়। তবে মাছ ধরতে গিয়ে সে আর বাড়িতে ফিরেনি। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন তাকে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহ দাফন করে ফেলছে। পরবর্তীতে পরিবারের কেউ অভিযোগ দায়ের করলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!