সিসিএন প্রতিবেদক:
চকরিয়ার বরইতলী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত ভাই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সবুজপাড়া এলাকার নাজিম উদ্দিনের সন্তান মোছাম্মৎ তাবাচ্ছুম (১) ও মোহাম্মদ সাবিদ (৫)।
হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইছার হামিদ বলেন, নাজিম উদ্দিনের বাড়িটি পাহাড়ের পাদদেশে। দীর্ঘ ৭-৮ বছর ধরে মাটির ঘর তৈরি করে সেখানে বসবাস করছিলেন নাজিম।
বিকেলে বাড়িতে তাঁর দুই শিশু ঘুমাচ্ছিল। নাজিম উদ্দিন ও তাঁর স্ত্রী বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় পাহাড় ধসে পড়লে ওই দুই শিশু মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, শিশু দুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।