শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

চকরিয়ায় পুলিশের অভিযানে ৩টি এলজি বন্দুক উদ্ধার

ইউসুফ বিন হোছাইন, চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজার জেলার চকরিয়ায় (লামা-আলীকদম) সড়ক সংলগ্ন এলাকায় গহীন পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি তিনটি এলজি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ লামা আলীকদম সড়কে ঘুনার পাড়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, চকরিয়া (লামা- আলীকদম) সড়কের পার্শ্ববর্তী গহীন পাহাড়ে একটি অজ্ঞাত ডাকাত দল নিয়মিত অবস্থান করে। সাধারণ মানুষদের অপহরণ ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই পাহাড়ী এলাকার অভিযান পরিচালনা করলে অপরাধীরা খবর পেয়ে তিনটি দেশীয় এলজি বন্ধুক রেখে পালিয়ে যায়।

এই অপরাধীদের সনাক্ত করে তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি।

তিনি আরও জানান, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানে অব্যহত থাকবে। অন্যায়কারী অপরাধী সে যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!