শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

চকরিয়ায় পুলিশের এসআইসহ তিন সদস্যকে কুপিয়ে জখম, আটক ১৪

সিসিএন অনলাইন ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় ছিনিয়ে নেয়া হয় পুলিশের অস্ত্র। পরে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক উপপরিদর্শকসহ (এসআই) তিন সদস্যকে কুপিয়ে জখম এবং ছিনিয়ে নেয়া হয় পুলিশের অস্ত্র। পরে অভিযান চালিয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করে পুলিশ।

হামলায় আহত চকরিয়া থানার এসআই শামীম আল হাসান, কনস্টেবল তরিফুল ও কনস্টেবল মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। সেখানে পাহাড়ি এলাকায় ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে তারা ওই দিকে যান। এ সময় একদল অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়। এতে আহত হন এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজন ১৪ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যাবে কেন পুলিশের ওপর হামলা করা হয়েছে এবং তারা কারা।’

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!